ভিটামিন-সি উপাদানটি আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য ফেসওয়াশে ব্যাবহার করা হয়। উপাদানটিতে রয়েছে এন্টি-অক্সিডেন্ট এবং এন্টি- ইনফ্ল্যামেটরি প্রোপার্টি। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা এবং রেডিয়েন্স বৃদ্ধি করে। যায়ান অ্যান্ড মাইজা ফেসের প্রোপার ক্লিনিংয়ের জন্য তৈরি করেছে ইথাইল অ্যাসকরবিক অ্যাসিড যুক্ত ফেসওয়াশ। এটি একটি মাইল্ড ক্লিনজার, যা ত্বককে উজ্জ্বল করে এবং কোলাজেন প্রোডাকশন বাড়ায়। ফেসওয়াশটি সম্পর্কে আরও জেনে নিন।
যায়ান অ্যান্ড মাইজা ভিটামিন-সি ফেসওয়াশের বিশেষত্ব: ১) ১০০% ভেজিটেরিয়ান এবং ক্ষতিকারক কেমিক্যাল থেকে সম্পূর্ণ মুক্ত একটি ফেসওয়াশ। তাই ত্বকে ব্যবহারের জন্য পারফেক্ট। ২) ফেসওয়াশটি আপনার ত্বকের পিএইচ এবং ন্যাচারাল সিবাম প্রোডাকশন বজায় রেখে সহজেই ক্লিন করতে পারে।
৩) খুব ছোট মলিকিউলের গঠন এবং ইথাইল অ্যাসকরবিক অ্যাসিড যুক্ত হওয়ায় ত্বকে সহজে প্রবেশ করে এবং গভীর থেকে পরিষ্কার করে। ৪) এতে ভিটামিন- সি এর পাশাপাশি আছে এলো ভেরা ও হোলি বেসিল, যা আপনার স্কিনের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ৫) ফেসওয়াশটি এপ্লিকেটরের সাহায্যে দিনে দুইবার ফেসে ব্যাবহারে, ব্রণের দাগ এবং হাইপার পিগমেন্টেশন দূর হবে। ফলে ত্বককে উজ্জ্বল ও স্মুথ করে তুলবে। ৬) ত্বককে ফোটো আর অ্যাকনে ড্যামেজ থেকে মুক্ত রাখবে। পাশাপাশি স্কিনের ওপেন পোরস মিনিমাইজ করবে। তাই, আপনার ত্বককে প্লাম্পি, উজ্জ্বল, গ্লোয়িং ও ইভেন টোনড করে তুলতে নিয়মিত যায়ান অ্যান্ড মাইজা ভিটামিন-সি ফেসওয়াশ ব্যবহার করুন।