শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

সোনাগাজীতে ফকির-আম্বিয়া স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩

সোনাগাজী মতিগঞ্জ উপমা বিদ্যানিকেতনের আয়োজনে উপমা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ফকির-আম্বিয়া স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা ৪মার্চ শনিবার সকালে উপমা বিদ্যানিকেতনের মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপমা ফাউন্ডেশন ও ফকির-আম্বিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার সভাপতি রহিম উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ফকির-আম্বিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক ইউএস প্রবাসী হাসান আহমেদ, পৃষ্ঠপোষক শহিদ উল্যাহ হুনায়ুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ফরহাদ হোসেন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, পৃষ্ঠপোষক ও নিকাহ্ রেজিষ্ট্রার কাজী আনোয়ার হোসেন রায়হান, উপমা ফাউন্ডেশনের সহসভাপতি আরিফুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, ২০২২সালে ফকির-আম্বিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষায় মোট শিক্ষার্থী অংগ্রহণ করেন ১৯৮২ জন। মেধাবৃত্তি ট্যালেন্ট ৫২ জন, সাধারণ ১৭৬ জন ও সম্পূরক ১১ জন সহ মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ২৫০ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com