আইপিলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) স্কোয়াডে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও আছেন এবি ডি ভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, অ্যারন ফিঞ্চের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। তবু নিজেদের স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতি ম্যাচে কোহলির প্রতিপক্ষ দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে লেগস্পিনার ইয়ুজভেন্দ্র চাহাল। দায়িত্ব পেয়ে সেটি দারুণভাবে কাজেও লাগিয়েছেন চাহাল, হারিয়ে দিয়েছেন বিরাট কোহলির দলকে। আমিরাতের অত্যধিক গরমের মধ্যে স্পিন কন্ডিশনের কথা মাথায় রেখে ধীরগতির উইকেটে অনুশীলন ম্যাচটি খেলেছে টিম চাহাল ও টিম কোহলি। যেখানে হেসেছে চাহালের দল। টিম চাহালের হয়ে ইনিংসের সূচনা করেছিলেন তরুণ ওপেনার দেবদূত পাড্ডিকাল ও এবি ডি ভিলিয়ার্স। দুজনের দৃষ্টিনন্দন ব্যাটিং মুগ্ধ করে সবাইকে, ডি ভিলিয়ার্স করেন ৩৩ বলে ৪৩ রান। তাদের উদ্বোধনী জুটিতে ভর করেই ১২৫ রানের সংগ্রহ দাঁড় করায় টিম চাহাল। আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসনের মতে, কন্ডিশন বিবেচনায় ভিলিয়ার্স-দেবদূতের জুটিটি ছিল মূল্যবান। মূল টুর্নামেন্টেও এমন অনেক পরিস্থিতি আসবে বলে মনে করেন তিনি। টিম কোহলির পক্ষে ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর।
জবাবে টিম কোহলির হয়ে খোদ অধিনায়ক বিরাট কোহলি এবং অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। কিন্তু দলকে জেতাতে পারেননি। দ্বিতীয় ইনিংসে উইকেটে স্পিনের মাত্রা বেড়ে যায় আরও বেশি। অনভিষিক্ত বাঁহাতি স্পিনার শাহবাজ আহমেদ ৪ ওভারে ১৩ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট। ডি ভিলিয়ার্স, পার্থিব প্যাটেলরা থাকতেও চাহালকে কেনো অধিনায়কত্ব দেয়া হলো তার কারণ পরিষ্কার করেছেন মাইক হেসন। তার ভাষ্য, ‘আমরা চাই ইয়ুজিও আমাদের দলের লিডারশিপ গ্রুপে থাকুক। কেননা সে দলের ভিন্ন এক চিন্তাধারা দিতে পারে। এছাড়া আমাদের স্পিন ডিপার্টমেন্টের লিডারও সে। আমরা চাই সে খেলাটা নিয়ে আরও ভাবুক।’