বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

খুলনায় স্কুল ব্যাংকিং কনফারেন্স

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

খুলনায় কার্যরত সব তফসিলি ব্যাংকের সহযোগিতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লিড ব্যাংক হিসেবে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩ আয়োজন করে। ৪ মার্চ ২০২৩, শনিবার খুলনায় স্থানীয় এক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস.এম হাসান রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবু সাঈদ মোঃ আরিফ-উল-ইসলাম ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সোহেলী আফরীন। স্কুল ব্যাংকিং বিষয়ক প্রামাণ্য চিত্র স্বপ্ন প্রদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক তানবীর এহসান। ব্যাংকের খুলনা জোনপ্রধান মোঃ আবদুস সালামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন খুলনা শাখাপ্রধান মোঃ ইয়াকুব আলী। আরো বক্তব্য দেন সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com