উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনে কর্মরত শিক্ষকদের দিনব্যাপী মিলন মেলা। গত শনিবার ৪ মার্চ, মেট্রোরেল স্টেশন-১ সংলগ্ন উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সুবিশাল স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করা হয় এই প্রাণবন্ত মিলন মেলার। শিক্ষকদের মিলন মেলায় ছিলো আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজ। ফাগুনের শুভ্র সকালে আনন্দমুখর আয়োজনে সকলকে আন্তরিক স্বাগত জানান মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। দিনব্যাপী মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন এমএনআরএস ট্রাস্ট এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস মমতাজ বেগম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ। শিক্ষক-শিক্ষিকাগণ ছাড়াও দিনব্যাপী মিলন মেলায় অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কর্মরত উপাধ্যক্ষবৃন্দ, সকল সেকশনের অনুষদ সদস্যগণ এবং সম্মাণিত পরিচালকবৃন্দ।