শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

ধনবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল :
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩

১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে দিবসটি উদ্?যাপিত হয়। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সরকারের সচেতনতা বাড়ানোর জন্যই এ উদ্যোগ। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই দিবসটি পালনের লক্ষ্য। গতকাল ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর যৌথ আয়োজনে ধনবাড়ী উপজেলায় রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়, উক্ত আলোচনা সভায় ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী, উপজেলা পরিষদের, চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামছুল হুদা, খন্দকার জেব উন-নাহার মহিলা ভাইস চেয়ারম্যান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান সুমন প্রমূখ। ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন বলেন, সঠিক সময়ে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা গেলে দুর্যোগের ঝুঁকি হ্রাস করে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রধান অতিথি আলহাজ্ব হারুনার রশিদ হীরা বলেন, ‘আমাদের সরকারের দুর্যোগ নিয়ে পূর্বপ্রস্তুতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে দুর্যোগে প্রাণহানি এক ডিজিটে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ২০০৯ সাল থেকে দুর্যোগ মোকাবিলায় চিরাচরিত দুর্যোগ পরবর্তী সাড়াদান ব্যবস্থাপনা থেকে আগাম ব্যবস্থাপনা কর্মসূচি গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমেছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com