বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

ধামইরহাটে ব্যবসায়ীদের বার্ষিক সাধারণ সভা

আবুল বয়ান (ধামইরহাট) নওগাঁ :
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩

নওগাঁর ধামইরহাট বাজার বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ব্যবসায়ীদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট বাজার বণিক সমিতির আয়োজনে শুক্রবার সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত এ মিলন মেলা ধামইরহাট পূর্ব বাজারে একটি চাতালে অনুষ্ঠিত হয়। মিলনমেলা উপলক্ষে বণিক সমিতির সাড়ে ৪শত জন ব্যবসায়ীদেরকে নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট বাজার বণিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো.সামসুজ্জোহা হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী। অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, উপদেষ্টা মোফাজ্জল হক সরকার, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, সমিতির অন্যতম নেতা সাখাওয়াত হোসেন, জাহেদুল ইসলাম পটু, আবু সাঈদ পলাশ, মো.ইছা, মো. সজল, আবুমুছা স্বপন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com