বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

ফেসবুকে ওমর সানি বললেন সুলতান’স ডাইন ‘ষড়যন্ত্রের বেড়াজালে’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩

ভোজনরসিকদের একটি আস্থার জায়গা হয়ে গিয়েছিল কাচ্চি বিরিয়ানি বিক্রেতা প্রতিষ্ঠান সুলতান’স ডাইন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনক রহমান খান নামে এক ব্যক্তির পোস্ট, সেটি নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে বচসা ও শেষ পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, খানিকটা কোণঠাসা হয়ে গেছে জনপ্রিয় এ ব্র্যান্ডটি। যদিও তারা তাদের জায়গায় অটল, কিন্তু নেটিজেনদের সঙ্গে কী করে পারে? একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানিও রেস্টুরেন্ট ব্যবসায়ী। তাই হয়ত সুলতান’স ডাইনের মালিকপক্ষের কষ্ট অনুভব করতে পারেন। সে ধারাবাহিকতায় বিষয়টি নিয়ে ফেসবুকে সোচ্চার হয়েছেন। তিনি বলেছেন, সুলতান’স ডাইন ‘ষড়যন্ত্রের বেড়াজালে’!
কনক রহমান নামে ওই ব্যক্তি দাবি, সুলতান’স ডাইন বিরিয়ানিতে ভিন্ন প্রাণীর মাংস ব্যবহার করেন। কিন্তু প্রতিষ্ঠানটিকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন ওমর সানি। তার ভাষ্য, ‘সুলতানস ডাইন, একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট। একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল কুকুরের মাংস তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, আমি কখনো যাইনি। কিন্তু তাদের খাবার খেয়েছি। এটুকু বলতে পারি, একজন মালিক কখনোই এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না। আমি মনে করি, একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতান’স ডাইন। এই ধরনের হেনস্তাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্রবার। আমি কারও সাপোর্ট করব না, সত্যের পক্ষে আছি মিথ্যার বিপক্ষে। আল্লাহ হেফাজত করুন সবাইকে। ’
উল্লেখ্য, ‘চাপওয়ালা’ নামে একটি রেস্টুরেন্টের একাধিক শাখা রয়েছে ওমর সানি ও তার ছেলের। এ জন্যই হয়ত তিনি মনে করেন, একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী কখনো এমনটা করতে পারেন না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com