স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের মহাস্রোতে আছি আমরা। দেশে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল না থাকতো, আইনশৃঙ্খলা বাহিনী যদি সঠিক ভাবে কাজ কাজটি না করতো, তাহলে দেশের উন্নয়ন থমকে যেত। এটি শুধু আমাদের কথা নয়, এটি সারা বিশ্বের কথা। আইনশৃঙ্খলা বাহিনী সঠিক ভাবে কাজ করছে বলেই দেশে সুন্দর আইনশৃঙ্খলা পরিস্থিতি উপহার দিতে পেরেছি। উন্নয়নে নারীদের অংশিদারিত্ব নিয়ে মন্ত্রী আরো বলেন, নারীদের পাশে রেখে আমরা কাজ করে চলেছি বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে নারীরাও গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে। রবিবার বিকালে জামালপুর শহরের পলাশগড়ে জামালপুর রিক্রিয়েশন ক্লাব উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিক্রিয়েশন ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, দূর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হাসান, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সচিব কামরুল হাসান, সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন, অতিরিক্ত আইজিপি মাহবুবর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মহিউজ্জামান রোমেল, গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম হেলাল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবু দেবদাস ভট্রাচার্জ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন ও রিক্রিয়েশন ক্লাবের সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।