সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। সহকারী শিক্ষক বেল্লাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল আমিন, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মজিবুল হক, কায়েস চৌধুরী, মফিজুর রহমান খোকনসহ অভিভাবক ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।