বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

রাবির আইবিএস এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ড. ফজলুল হক ও সম্পাদক ড. কামরুজ্জামান

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)’র এলামনাই অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলনে ২০২৩-২০২৫ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত ও অনুমোদিত হয়েছে। কমিটিতে আইবিএস এলামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. ফজলুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোঃ কামরুজ্জামান। এছাড়াও নির্বাচিত অন্যান্য পদাধিকারীবৃন্দরা হলেন- সহ-সভাপতি প্রফেসর ড. ফয়জার রহমান, প্রফেসর স্বরোচিস সরকার, ড. জাহাঙ্গীর আলম ও প্রফেসর ড. মোহাম্মদ নাজিমুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ সাদিকুর রহমান ও ড. আহম্মদ হোসেন। এছাড়া কোষাধক্ষ্য হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ ওমর ফারুক সরকার, প্রচার সম্পাদক ড. কাজী মামুন হায়দার, শিক্ষা সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ তাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ড. মো. মতিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক প্রফেসর ড. ওয়ালিউর আলম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। কার্যনির্বাহী সদস্যরা হলেন- প্রফেসর ড. কাজী মো: মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. এইচ এম জিয়াউল হক, প্রফেসর ড. মোবাররা সিদ্দিকা, প্রফেসর ড. মো. আবু জাফর, প্রফেসর ড. মো. আজিজুর রহমান, ড. মু. আখতারুজ্জামান চৌধুরী ও ড. আব্দুল্লাহ-আল-মনজুর। সম্মেলনে সম্মেলন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা জনাব ড. মশিউর রহমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এছাড়াও দেশে বিদেশে কর্মরত আইবিএস এলামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com