বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

রাউজান প্রেস ক্লাবের বার্ষিক মিলন মেলা ও প্রীতি সমাবেশ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

চট্টগ্রামের রাউজানের পেশাদার সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের বার্ষিক মিলন মেলা ও প্রীতি সমাবেশ রাঙ্গামাটিতে নানা আয়োজনে গতকাল ১৪ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য রাঙ্গামাটির বিভিন্ন নয়নাভিরাম পর্যটন স্পট স্থান ভ্রমন শেষে কাপ্তাইয়ের বেড়াইন্ন্যে লেকে সংগঠনের সভাপতি প্রবীন সাংবাদিক নিউ নেশনের স্টাফ রিপোর্টার সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি, পূর্বকোণ ও কালের কন্ঠের জাহেদুল আলম, পূর্বদেশ ও যুগান্তরের তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রথম আলোর এস.এম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবরপত্রের নাজিম উদ্দীন মিঞাজি, সহ সভাপতি এ.এম মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানবকণ্ঠের এম. দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক হালদা টিভির জাহানগীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নতুনদিন, দেশি২৪ এর মোহাম্মদ রবিউল হোসেন রবি, অর্থ সম্পাদক দৈনিক আলোকিত দেশ, বিজনেজ নিউজের কেএম বাহাউদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক ও সারাক্ষণ বাংলাদেশের মোজাফফর হোসাইন সিকদার, আইন বিষয়ক সম্পাদক দৈনিক দেশ রূপান্তর, ডেইলি বাংলাদেশ পোস্টের একে বাবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সংবাদ, আনিসুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক জনবাণী, মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী, দৈনিক বিশ্ববন্ধনের নুর মোহাম্মদ ও সাংবাদিক সাইফুল ইসলাম। প্রীতি সমাবেশে আলোচনা সভা শেষে পাহাড়ি-দেশীয় মুখরোচক খাবারের পরিবেশনায় অনুষ্ঠিত ভোজন উৎসবে যোগ দেন সংগঠনের কর্মকর্তা-সদস্যবৃন্দ। পরে ক্রীড়া প্রতিযোগীতা, নৌকা ভ্রমণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণসহ নানান আনন্দঘন কর্মসূচী অংশ নিয়ে একটি উৎসব মুখর দিন অতিবাহিত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com