কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাজীগ্রামে ইউনিক মডেল একাডেমীর পঞ্চম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক মজুমদার। ইউনিট মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ আবুল কাশেমের সভাপতিত্বে ও পরিচালক ফারুক হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন মাস্টার নুরুল ইসলাম, মাস্টার ফজলুল হক, মৌলভী আবুল হাশেম, হাজী ছিদ্দিকুর রহমান, আবু বকর, ডাঃ আবদুল কাদের জিলানী। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত আজহার মাহমুদ, ইসরাত জাহান ও নুসরাত জাহানকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনিট মডেল একাডেমীর ছাত্র-ছাত্রীরা প্রতি বছরই ভালো ফলাফল অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ কৃতিত্ব ধরে রাখতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান শিক্ষক আল মাসুদ।