শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

মিরসরাইয়ে ৬৯ সংগঠনের নয় শতাধিক সমাজকর্মীর সম্মিলন

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

সেবায় সাম্যে এক মঞ্চে’ স্লোগানে ৬ষ্ঠ স্বেচ্ছাসেবী সম্মিলন’২৩ উৎসব করেছে মিরসরাই উপজেলার ৬৯টি সংগঠনের ৯ শতাধিক সমাজকর্মী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ১৭ মার্চ শুক্রবার দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সেচ্ছাসেবীদের এ সম্মিলন অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে, আয়োজক পরিষদের আহবায়ক শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও আয়োজক পরিষদের সদস্য সচিব দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম উওর জেলা আওয়ামিলীগ সদস্য মাহবুব রহমান রুহেল। জাতীয় সঙ্গীত, বর্ণাঢ়্য র‌্যালি, কেক কাটা, তারুণ্যের ভাবনায়-চট্টলমিত্র ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শীর্ষক প্রামাণ্যচিত্র, আলোচনাসভা, র‌্যাফেল ড্র এবং শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ণিল হয়ে উঠে সমাজর্মীদের মিলনমেলা।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিজিএমই এর পরিচালক লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী খায়রুল মোস্তফা, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (অব.) কামরুল ইসলাম চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা প্রমুখ। এসময় চট্টলমিত্র ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক-২০১৯ প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান,মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও ফখরুল ইসলাম সিআইপিকে এবং উপজেলার প্রবীণ সমাজকর্মী উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জানে আলমকে প্রবীণ সমাজকর্মী সম্মাননা স্মারক প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com