বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

সুরক্ষা আচরণ বিষয়ক ও ত্রৈমাসিক সমন্বয় সভা

কেশবপুর প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

পরিত্রাণ কেশবপুর শাখার হলরুমে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সিএসও কমিটির ক্রৈমাসিক সমন্বয় সভা এবং স্রক্ষা আচরন বিষয়ক ওরিয়েন্ঠেশান অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিএসও কোয়ালিশানের সভাপতি সুফিয়া পারভিন শিখা, প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নাগরিক সমাজের আহ্বায়ক সিএসও কোয়ালিশানের সদস্য এড. আবুবক্কার সিদ্দিকী, ওরিয়েন্ঠেশানের লক্ষ্য এবং উদ্দ্শ্যে বর্ননা করে বক্তব্য প্রদান করেন পরিত্রাণ নির্বাহী পরিচালক মিলন দাস্। সুরক্ষা আচরণ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টাশান প্রদান করেন পরিত্রাণ কর্মসুচি সমন্বয়ক ও মাষ্টার ট্রেইনার রবিউল ইসলাম। ওরিয়েন্টাশানে সিএস্ও কোয়ালিশানের মধ্যে ওয়ার্ড এর নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, দুস্থ নারী ও শিশু উন্নয়ন সংস্থার পরিচালক হারুনর রশীদ বুলবুল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসআর সাঈদ, দৈনিক গ্রামের কাগজের কেশবপুর প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান রাজু, বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ এর সম্মাণিত সদস্য অধ্যাপক কুন্তল বিশ^াস (মিন্টু), প্রতিজ্ঞা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সবুরুন্নেচ্ছা বেগম, জীবিকা নারী উন্নয়ন সংস্থার পরিচালক সাবেক কাউন্সিলর মনিরা খানম, স্বেচ্ছায় রক্তদান সংগঠন এ্সআর ফাউন্ডেশান এর পরিচালক হাসিব হোসেন, বাংলাদেশ দলিত পরিষদ এর কেশবপুর শাখার সভাপতি সুজন দাস, এনজিও পরিচালক সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। দিনব্যাপি এই ওরিয়েন্ঠেশানে সেফগার্ডি পলিসির বিষয়সমুহ মো: রবিউল ইসলাম আলোকপাত করা হয়। আলোচনার সময়ে আপনি একজন মানুষ বা সংগঠনের প্রতিনিধি হিসেবে নারী শিশু এবং যুবদের সাথে কি করতে পারবো আর কি করতে পারবো না সে বিষয়ে সবার মধ্যে একটা ইতিবাচক ধারনার জন্ম নেয়। নারী শিশু , যুবদের সুরক্ষার অভাববোধ করলে সংগঠনের প্রতিনিধি হিসেবে তাদের দায় দায়িত্ব কি সে বিষয়ে সকলেই মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন । সংগঠনের প্রতিনিধিদের তাদের সংগঠনের পরিচালনার নিমিত্ত্ েসবাই সেফগার্ডিং পলিসির চর্চা বিষয়ে একমত পোষণ করেন। ওরিয়েন্ঠেশানটিতে ১৬টি সিএসও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্ঠেশানটি সঞ্চালনা করেন পরিত্রাণ এর ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com