নীলফামারী জলঢাকা উপজেলায় চলতি বছরে গমের বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় এবার বেশি গম চাষাবাদ হওয়ায় ছাড়িয়ে গেছে গম চাষের নির্ধারিত লক্ষ্য মাত্রা।ফসলের মাঠে টেউ তুলছে গমের সবুজ শীষ। ইতিমধ্যে গমের দানা পরিপূর্ণ হয়ে গেছে কোথাও কোথাও আবার গম পেকে মাঠে সোনালি বরণ ধারণ করছে। চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হওয়ায় লাভের স্বপ্ন দেখছেন এ উপজেলার কৃষকেরা। আর কিছু দিনের মধ্যে ফসলের মাঠ থেকে গম কেটে নিয়ে পাট চাষের সুযোগ থাকায় এবং বর্তমানে পাটের ভালো দাম পাওয়ায় এ অঞ্চলের কৃষকেরা দিন দিন গম চাষের দিকে ঝুঁকছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার সদর উপজেলায় ৭০৫ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এর মধ্যে বারি গম-৩০ ও বারি গম-৩২ উল্লেখ যোগ্য হারে চাষ হয়েছে। উল্লেখ্য যে উপজেলায় এবার যে গম চাষ হয়েছে তার বেশিরভাগই সরকারি প্রণোদনার আওতায় ভুক্ত। সরকারিভাবে উপজেলায় প্রদর্শনী ও দেওয়া হয়েছে ১৩ জনের মধ্যে। এদিকে উপজেলায় আবাদের আনুমানিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩১৭২ মেট্রিক টন। এছারা রোগবালাইয়ের তেমন আক্রমণ না থাকায় কৃষকেরা গমের ভালো ফলন পাচ্ছেন। খরচ কম লাভ বেশি হওয়ায় গম চাষাবাদে আগ্রহী হচ্ছেন তারা। তাছারা সরকারি প্রণোদনার আওতায় চলতি মৌসুমে উপজেলা কৃষকদের মধ্যে বিভিন্ন প্রদর্শনীর জন্য সার, বীজ ও কীটনাশক বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। সরে জমিনে উপজেলার খুটামারা ইউনিয়নের কৃষক বিলাশ চন্দ্র রায় এর সাথে কথা হলে তিনি জানান,গম চাষে খরচ কম এবং ভালো দাম হওয়ায় তিনি ৩৩ শতক জমিতে বারি গম-৩২ চাষ করেছেন। গমের কোন কিছু ফেলতে হয়না। গম বিক্রির পর গমের আটি ও বিক্রি করে টাকা পাওয়া যায়। আর প্রতিনিয়ত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোকজন এসে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন সেই মোতাবেক আমরা গমের পরিচর্যা করছি। আর বর্তমানে গমের ভালো ফলন দেখা যাচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি বছরে গমমের বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ এর সাথে দৈনিক খবর পত্রের একান্ত সাক্ষাৎর হলে তিনি জানান,ধানের তুলনায় গম চাষে কম সময় লাগে, লাভ ও বেশ ভালো পাওয়া যায়। আমরা কৃষকদের গম চাষের পরামর্শ ও সহযোগিতা করছি। আশা করছি কৃষকেরা ভালো ফলনের পাশাপাশি ভালো দামে বিক্রি করে লাভবান হতে পারবে। এছাড়া গম চাষে কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানান ঐ কর্মকতা।