জেন্ডার ভিত্তিক সহিংসতা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষে বুধবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক আচরণ পরিবর্তন ও যোগাযোগ পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। ইউএনএফপিএ এবং উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈয়দ আবু আব্দুল্লাহ সাফি, জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মোস্তারী ইভা, জামালপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, ইউএনএফপিএ এর প্রতিনিধি রুমানা পারভীন, ইউএনএফপিএ এর মাঠ কর্মকর্তা আতাহার আলী প্রমুখ। কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন ইউএনএফপিএ এর প্রোগ্রাম এসোসিয়েট মোঃ রুকুনুজ্জামান ও উন্নয়ন সংঘের জেন্ডার প্রকল্পের সমন্বয়কারী অপূর্ব চক্রবর্ত্তী। কর্মশালায় বক্তারা বলেন জেন্ডার সমতা মানে শুধু আমরা নারীকেন্দ্রিক চেতনা, অধিকার এবং বঞ্চনার কথা বলে থাকি। সমতা আনতে হলে অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিষয় বিবেচনায় আনতে হবে। নারী শিক্ষা, নারীর কর্মসংস্থানের পাশাপাশি দারিদ্র নিরসন, বেকারত্ব দূর করা, তথ্য প্রযুক্তির অপব্যবহার বন্ধ করা, বাল্যবিয়ে, যৌতুক, বহুবিবাহ, মাদক, জুয়াসহ সমাজের সকল প্রকার অসঙ্গতি, দুর্নীতি প্রতিরোধ করতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনে উচ্চকণ্ঠে কেউ আওয়াজ তুলি না। পুরুষরা মানসিক নির্যাতনের শিকার হন বক্তারা এটাও উল্লেখ করেন। উপস্থিত সবাই উন্নয়ন সংঘের চলমান কর্মসূচির সফল বাস্তবায়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। অপরদিকে আমরাও ফুলের মতো ফুটবো, চারিদিকে ঘ্রাণ ছড়াবো, বড় হয়ে পরিবার ও সমাজকে আলোকিত করবো এসব স্বপ্নের কথা নিয়ে বুধবার দেড় শতাধীক শিশু সমবেত হয় উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে। সুস্থধারার বিনোদন ও সংস্কৃতি চর্চা এবং স্বপ্ন দেখা, স্বপ্ন রচনা শেষে স্বপ্নের সফল বাস্তবায়ন কৌশল শিখানোসহ শিশুর সর্বোত্তম সুরক্ষার অঙ্গীকার নিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস সামনে রেখে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে শিশু সমাবেশের আয়োজন করা হয়। দিনব্যপী আয়োজনে শিশুরা চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, বক্তৃতাসহ নানা ধরণের আনন্দঘন পরিবেশ ও শিশুদের কোলাহলে মূখর হয়ে উঠে চাইল্ড সিটির সবুজ প্রাঙ্গন। অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়ে বাউল গান গেয়ে বাড়তি আনন্দ দেন জামালপুরের প্রখ্যাত বাউল শিল্পী লুৎফর রহমান।অনুষ্ঠান উপভোগ করতে শিশুদের সাথে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈয়দ আব্দুল্লাহ আবু সাফি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মোস্তারি ইভা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার, জামালপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। সঞ্চালনা করেন এপি ব্যবস্থাপক মিনারা পারভীন। জানা যায় জামালপুর এপির আওতায় কর্মএলাকার শিশু ফোরামের ৩৯০ জন এবং নিবন্ধিত শিশু এক হাজার ৫২৫ জন শিশু নিয়ে ১৪ ও ১৫ মার্চে শিশু সমাবেশের আয়োজন করা হয়। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিশুদের মাঝে ‘ আমার জীবন, আমার সময়, আমার স্বপ্ন’ ডায়েরি বিতরণ করা হয়। অতিথিদের পক্ষে জাগরণমূলক বক্তব্য রাখেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন।