জাতীয় মৎস্যজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা রেজি: নং-১৫২০/৮০৯২ এর ত্রি বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫মার্চ সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জাতীয় মৎস্যজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ত্রি বার্ষিক সম্মেলনে মোঃ শফিকুল ইসলাম মিন্টু সভাপতি, মোঃ খোকন ব্যাপারী সাধারণ সম্পাদক ও জীবন ব্যাপারী কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। জাতীয় মৎস্যজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ত্রি বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জাতীয় মৎস্যজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট ইসলাম আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মৎস্যজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ রফিকুল ইসলাম। এছাড়া জাতীয় মৎস্যজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তসলিম উদ্দিন, জাতীয় মৎস্যজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আমির হামজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক গুরুদাস হালদার, দপ্তর সম্পাদক মোঃ মজিবুর রহমান উপস্থিত ছিলেন। এসময় জাতীয় মৎস্যজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, আওয়ামী মৎস্যজীবী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, সাধারণ সম্পাদক টি এম মাইনুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম বুলবুল প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দ ও সকল সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে সংগঠনের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিন্টুকে সভাপতি, মোঃ খোকন বেপারীকে সাধারণ সম্পাদক ও জীবন বেপারীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। অনুষ্ঠানে জাতীয় মৎস্যজীবী সমিতি সিরাজগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মোট ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।