বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৩০টি ভূমিহীন পরিবার

রাজিব হোসেন জয় দাউদকান্দি (কুমিল্লা)
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

দাউদকান্দিতে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন ১৩০টি দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার। এসব নতুন ঘরে উঠতে পারবে জেনে খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে গৃহহীন পরিবারের সদস্যদের। আগামী ২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এক যোগে এসব নতুন ঘর হস্তান্তর করবেন বলে জানিয়েছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান। ইতোমধ্যে ১৩০টি নতুন ঘর নির্মাণ ও ভুমি অফিসের দালিলিক কাজ সম্পন্ন করা হয়েছে। এ দিকে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় দাউদকান্দি পৌরসভার দোনারচর ৭০টি, সদর উত্তর ইউনিয়নে ২৮টি, বিটেশ্বর ইউনিয়নে ৮টি, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে ২৪টি মোট ১৩০টি নতুন গৃহ সহ খাস জমি উপকার ভোগীদের মাঝে বরাদ্দের জন্য চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম? সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এই বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান দাউদকান্দি উপজেলা মিলনায়নে হল রুমে বিকেল সাড়ে ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ৪র্থ পর্যায়ে আগামী (২২ মার্চ) বধুবার দাউদকান্দি উপজেলার মোট ১৩০ টি পরিবারকে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ সব নতুন গৃহ হস্তান্তর করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com