লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের পাটগ্রাম থেকে বাউরা সড়কের বিভিন্ন স্থানে রিপেয়ারিং কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের অধীনে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে লালমনিরহাট আরাফাত কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ১৪শ মিটার সড়কটির বিভিন্ন স্থানে সিলকোট করে। এই সিলকোট করার এক সপ্তাহ যেতে না যেতেই বিভিন্ন স্থানে পাথর সড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি কোথাও সিলকোটের অস্থিত্ব নেই। বাউরা নবীনগর এলাকার আব্দুল মান্নান নামে এক প্রত্যক্ষদর্শী গ্রামবাসী গতকাল মঙ্গলবার জানান দুই তিনদিন আগে রাস্তাটির নির্মাণ কাজ করা হয়েছে। কিন্ত বুঝাই যাচ্ছেনা যে রাস্তাটি সিলকোট করা হয়েছে। তিনি সিলকোটের স্থানে একটি গর্ত দেখিয়ে বলেন ঠিকাদারের লোকজনকে অনেক অনুরোধ করেও গর্তটি মেরামত করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান সড়কটির যেখানে নির্মাণ করা প্রয়োজন সেখানে কাজ না করে অপ্রোয়নীয় স্থানে নামে মাত্র সিলকোট করে সরকারের লাখ লাখ টাকা অনিয়মের মাধ্যমে অপচয় করা হয়েছে। অথচ যেখানে রিপেয়ারিং করা হয়েছে তার পশেই সড়কটিতে বিরাট গর্তের সৃষ্টি হয়ে পানি জমে আছে সেদিকে সড়ক ও জনপথ বিভাগের কোন নজর নেই। এ ব্যাপারে লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী (এসও) আলমগীর হোসেনকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।