রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় বাউৎ উৎসবে মেতেছে সৌখিন মাছ শিকারীরা আগামীতে প্রতিটি সংসদ নির্বাচন হবে তত্ত্ববাধায়ক সরকারের অধীনে-আমান উল্লাহ আমান লালমনিরহাটে সার নিয়ে কৃষকের হাহাকার কলমাকান্দায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ হলে দেশীয় মাছের সরবরাহ বাড়বে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় মেলামাইন ও প্লাস্টিক সামগ্রীর ভীড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি শিল্প মঠবাড়িয়ায় জেলেপল্লীতে এক টাকায় এক বেলা আহার তারেক রহমান বলেছেন, তৃতীয় প্রতিবাদ অবশ্যই আমার কানে পৌছাবে-ডা: মাজহার শহীদ আবু সাইদের মতো আদর্শবান সাহসী ছাত্র তৈরি করতে হবে-এম.জহির উদ্দিন স্বপন লালমোহনে উদ্বোধন হলো ‘গজারিয়া ইসলামিক মডেল একাডেমি’

ফটিকছড়িতে হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদককারবারীদের মূল হোতা সুব্রত’র হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসি। সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হোসেন্যারখীল গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, আজকের সুর্যোদয় পত্রিকার নাম ভাঙ্গিয়ে কথিত সাংবাদিক পরিচয়ে সুব্রত স্থানীয় গ্রামবাসিকে নানাভাবে হয়রানি করে আসছে। চট্টগ্রাম শহর থেকে একাধিক মামলার আসামী হয়ে সুব্রত দাঁতমারা ইউনিয়নের হোসেন্যারখীল গ্রামে আস্তানা গড়ে তোলে। সেখানে স্থানীয় ইয়াবা ব্যবসায়ীদের সাথে সিন্ডিকেট করে নিরীহ গ্রামবাসীকে নানাভাবে হয়রানি করে আসছে। এলাকার যুব সমাজ থেকে বৃদ্ধ যারাই মাদক ব্যবসার প্রতিবাদ করে তাদেরকে প্রশাসনের লোক দিয়ে কৌশলে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়। এলাকায় বসবাসকারীদের কাছ থেকে নানাভাবে অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হলে মাদক কারবারীদের দিয়ে এসব অপকর্ম করে আসছে সুব্রত।
শুধু সাধারণ মানুষই নয় স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে প্রশাসনের লোকজনও তার এই অপকর্ম থেকে রেহাই পাচ্ছেনা। মতের বনিবনা না হলে প্রশাসনের লোকদের বিরুদ্ধেও তার অখ্যাত পত্রিকায় সংবাদ ছাপিয়ে দেয়ার ভয় দেখানো হয়। সম্প্রতি বিপুল পরিমাণ ইয়াবাসহ বিজিবির হাতে আটক হয়ে জেল হাজতে যেতে হয় সুব্রতকে। কিন্তু আইনের ফাঁকে জেল থেকে ছাড়া পেয়ে আবারো এলাকার লোকজনকে নানাভাবে হয়রানিসহ হুমকি ধমকি দিয়ে আসছে। বর্তমানে তার এমন কর্মকা-ে রীতিমত আতংকে দিন কাটছে স্থানীয় এলাকাবাসির। বক্তারা অবিলম্বে মাদক কারবারীদের হোতা কথিত সাংবাদিক সুব্রতকে আইনের আওতায় এনে এলাকাটিকে মাদকমুক্ত করার জোর দাবী জানান।
এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন, যুবলীগ নেতা জামাল উদ্দিন, স্থানীয় বাসিন্দা মো. মাসুম, বাবুসহ অন্যরা। মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ গ্রহন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com