শনিবার, ০৪ মে ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

গলাচিপায় জেলা প্রশাসকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন দপ্তর পরিদর্শন

মু. খালিদ হোসেন মিলটন (গলাচিপা) পটুয়াখালী:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

পটুয়াখালী জেলার সুদক্ষ জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের প্রস্তুতিমূলক পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করেন। গলাচিপা উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট দিয়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন জেলা প্রশাসক। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার ও শিক্ষার্থীরা অংশ নেয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন জেলা প্রশাসককে “নোঙর” নামে একটি বই উপহার প্রদান করেন। জেলা প্রশাসক সংবর্ধনার পূর্বে গলাচিপা থানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলাচিপা পৌরসভা, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন করে। প্রথমে গলাচিপা থানা কমপ্লেক্সে জেলা প্রশাসককে গার্ড অফ অনার দিয়ে স্যালুট প্রদান করে অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন ও প্রশিক্ষিত পুলিশ বাহিনী। জেলা প্রশাসক এর আগমনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও প্রেসক্লাবের সংবাদকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com