ফেনীর দাগনভুঞা উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হযরত আবু বকর (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে ১৩০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ মার্চ বৃহস্পতিবার ফাউন্ডেশনের সহ-সভাপতি সাংবাদিক মিজানুর রহমান,দপ্তর সম্পাদক ঈমাম হোসেন এবং সদস্য মো: আজাদ মাতুভুঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকার অসহায় জনসাধারণ মধ্যে উক্ত ইফতার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন। এ লক্ষ্যে প্রত্যেক বাড়ি থেকে প্রকৃত উপকারভোগী ব্যাক্তিদের বাছাই করা হয়। বাছাইকৃত ১৩০ পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে সংগঠনটির প্রধান উপদেষ্টা মোঃ ইব্রাহিম বলেন, আমরা সমাজের অসহায় জনসাধারণের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ভবিষ্যতেও অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে আমরা আমাদের কার্যক্রম নিয়ে অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, ২রা ফেব্রুয়ারী ২০২৩ সনে কয়েকজন প্রবাসী বাংলাদেশীর উদ্যােগে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে উক্ত সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটি মানবসেবার ব্রত নিয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ। সংগঠনটি দুস্থ মেয়ের বিয়েতে অনুদান, অসহায় রোগীদের চিকিৎসা খরচে সহযোগিতা, শীর্তাত্বদের মধ্যে শীত বস্ত্র বিতরণ, অসহায় জনসাধারণের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, গরীব ইয়াতিম শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান সহ নানামুখী মানবিক কাজে সহায়তা প্রদান করবে বলে জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন।