বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
তীব্র গরমে কালীগঞ্জে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল স্বাভাবিক মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা জনপ্রিয়তায় এগিয়ে শ্রীপুর পৌরসভার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা রায়পুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী আহমেদের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অব্যাহত পলাশবাড়ীতে প্রচন্ড গরমে ঢোল ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ আনারসের পাতার আঁশ থেকে সিল্ক কাপড় তৈরির শিল্পকে সর্বাত্মক সহযোগিতা করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি রাউজানে পথচারীদের মাঝে যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

২৬ মার্চকে ঘিরে স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা : পুলিশ সুপার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
২৬ মার্চকে ঘিরে স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা : পুলিশ সুপার

ঢাকা জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান জানান, আগামী ২৬ মার্চকে ঘিরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২টায় জাতীয় স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় সকল ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার খাতিরে বহিরাগতদের ভেতরে ঢুকা এখন থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে।
এছাড়াও নিরাপত্তা বেষ্টিত এরিয়ায় কারা কারা অবস্থান করছেন, সেটা প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করার ব্যবস্থা করা হয়েছে। সিভিল পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করবেন। ট্রাফিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে স্পেশাল ব্যবস্থা, যেন ওইদিন ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো প্রকার অসঙ্গতি না থাকে, সে ব্যাপারে দেয়া হয়েছে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা। পরিদর্শনে এসে ঢাকা জেলা পুলিশ সুপার সাংবাদিকদের মাধ্যমে তিনি অনুরোধ করেন ২৬ মার্চ যারা স্মৃতিসৌধ এলাকার রাস্তা ব্যবহার করে গাবতলী মুখী যাবেন, তারা যেন অন্তত প্রথম প্রহরে এই রাস্তাটি এভোয়েট করে চলেন।
ঢাকা জেলা পুলিশ সুপারের পরিদর্শনের পর পরই জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে আসেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এমপি এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম। এ সময় মন্ত্রী বলেন, ২৬ মার্চের সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরিপাটি করে সাজানো হয়েছে পুরো সাভার উপজেলাকে। নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com