জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারা মতেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। তার ৭ মার্চের ভাষন বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রসাংশা কুড়িয়েছে। বঙ্গবন্ধু কন্যা, দেশ উন্নয়নের রুপকার, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে আজ দেশ পরিচালনা করে দেশের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কথাগুলো বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল ফরিদপুরে জেলা প্রশাসনের আয়োজনে, শেখ জামাল ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ৭ বিদেশি ভাষায় উপস্থাপনা ও ভাষন উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন যথা সময়ে সঠিক নিয়মেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আবারো নৌকা প্রতীকে জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে ইনশাআল্লাহ।কারন এদেশের ভূমিহীন গৃহহীনদের বাংলাদেশ আওয়ামীলীগের উপর আস্থা রয়েছে, আস্থা রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর। জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম হকের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম হক, পুলিশ সুপার মোঃ শাহজাহান, পৌর মেয়র অমিতাব বোস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ প্রমুখ। বিকালে শেখ জামাল স্টেডিয়ামে আওয়ামীলীগ ও তার অংগসগঠের হাজার হাজার নেতা কর্মী এ উৎসবে উপস্থিত হয়েছিলো। জেলার নয়টি উপজেলা হতে এসকল নেতা কর্মীরা উপস্থিত হোন এবং শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।