দশমিনায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ খরিপ মৌসুমে কৃষকদের মধ্যে আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মূক্তিযোদ্ধা আবদুল আজীজ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডা.সামছুন্নাহার খান ডলি, বেতাগী সানকিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মশিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়, উপজেলার ১হাজার কৃষকের মধ্যে ৫ কেজি করে বীজ ধান ও ২৫ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।