প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দশমিনা উপজেলায় ১৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কমপ্লেক্স রুমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ ল্যাপটপ বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিটলারুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. খালিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল আজীজ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডা.সামচুন্নাহার খান ডলি, বেতাগী সানকিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মশিউর রহমান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।