পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ, শোভনদন্ডী ও বড়লিয়া ইউনিয়নের অস্বচ্ছল পরিবারের মাঝে মানবিক সংগঠন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রের টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সাংবাদিক আইয়ুব আলী, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো: মোরশেদ, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, বড়লিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল হক চৌধুরী, নারী নেত্রী রহিমা বেগম, আনিসুর রহমান ও ছাত্রলীগ নেতা মো. মারুফ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কয়েক শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।