শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এর সকালে উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় আরো যারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অংগসংগঠণ, বাংলাদেশ কংগ্রেস, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি, নগরকান্দা সরকারি কলেজ, নগরকান্দা প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্যারেড অনুষ্ঠিত হয়। বিকালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্যর সহধর্মিনী শাহানাজ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, ওসি তদন্ত বিকাশ চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য আঞ্জুমনোয়ারা বেগম, হাফিজুর রহমান শরীফ, ভাইস- চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফিরোজা বেগম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, ইউপি চেয়ারম্যান মোস্তফা খান, কাজী আবুল কালাম, হাবিবুর রহমান বাবুল তালুকদার, কামরুজ্জামান সাহেব ফকির, আরিফ হোসেনসহ আওয়ামিলীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com