শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
মাধবদীতে লোডশেডিং ও গরমে ব্যাপক চাহিদা বেড়েছে চার্জার ফ্যানের বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন বরিশালের মুসল্লিরা আদিতমারীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নওগাঁয় বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর চকরিয়ায় একাধিক অভিযানেও অপ্রতিরোধ্য বালুখেকো সিন্ডিকেট রবি মওসুমে নওগাঁ জেলায় ৮৮ হাজার ১১০ মেট্রিকটন ভূট্টা উৎপাদনের প্রত্যাশা কটিয়াদীতে প্রচন্ড তাপ প্রবাহ, বৃষ্টির জন্য সালাতুল ইসস্তিকা বরিশালে দাপদাহে স্বাস্থ্য সুরক্ষার্থে শেবাচিম হাসপাতালে জনসচেতনতামূলক প্রচারণা শুরু কালীগঞ্জে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি লুট

টঙ্গীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বশির আলম টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩

গাজীপুর টঙ্গীর স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। গত (২৬ মার্চ) রবিবার বিকালে জাতীয় সংগীত, চিত্রাঙ্গন, রচনা প্রতিযোগিতা মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করে প্রতিষ্ঠানটি।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, এ সময় মন্ত্রী বলেন বাঙালির অবিসংবাদিত নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির আকাঙ্ক্ষায় উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান। সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মো মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ আর তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসিরুদ্দিন মোল্লা, অভিভাবক সদস্য মনসুরুল ইসলাম মিলন, টঙ্গী সরকারি কলেজের ছাত্রলীগের আহবায়ক সেলিম, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মহম্মদ শাহ আলম সহ শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com