শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

বৃষ্টি উপেক্ষা করে হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে পূর্ণার্থীদের ঢল

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

সকাল থেকেই ঝড় আর বৃষ্টি। এ ঝড় আর বৃষ্টি উপেক্ষা করেই কিশোরগঞ্জের হোসেনপুরে হিন্দু ধর্মাবলম্বীদের দেশের দ্বিতীয় বৃহত্তম অষ্টমী স্নানোৎসবে বিভিন্ন স্থান থেকে আগত পূর্ণার্থীরা ব্রহ্মপুত্রের জলে স্নান করে পাপ মুচনের জন্য প্রার্থনা করেছেন।
বুধবার (২৯ মার্চ) স্থানীয় প্রশাসন পূর্ণার্থীদের থাকা-খাওয়া, যাতায়ত ও সার্বক্ষনিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি ব্রহ্মপুত্রের তীরবর্তী দীর্ঘ চরাঞ্চলে স্নানের পর কাপড় বদলের গৃহ, সুপেয় পানির ব্যাবস্থা ও অস্থায়ী সৌচাগারের ব্যাবস্থা করেছেন। পূর্ণার্থীরা সকালে স্নান শেষে কুলেশ্বরী দেবালয়ে প্রসাদ বিতরন ও পুজা-অর্চনায় অংশ নেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র শীল সহ অনেকেই জানান, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের পর হোসেনপুরের ব্রহ্মপুত্র নদে দেশের দ্বিতীয় বৃহত্তম অষ্টমী স্নানোৎসবে এ বছর প্রায় অর্ধলক্ষাধিক পূর্ণার্থীর আগমন ঘটেছে। এ উপলক্ষে স্থানীয় কয়েকটি সেচ্চাসেবী সংগঠন শিশু কিশোরদের চিত্ত-বিনোদনের জন্য নাগরদোলার পাশাপাশি ঘুড়ি উড়ানো প্রতিযোগীতার আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, হোসেনপুর সার্কেল সুজন চন্দ্র দাস, ওসি মো.আসাদুজ্জামান টিটু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ব্রহ্মপুত্রের স্নান ঘাট পরিদর্শন করেন। তাছাড়া, কুলেশ্বরী দেবালয়, উপজেলা পরিষদ চত্বর, রামপুর বাজার সহ বিভিন্ন জায়গায় বিশাল মেলা আয়োজন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সার্বক্ষনিক র‌্যাব ও পুলিশি টহল অব্যাহত থাকার পাশাপাশি পূর্ণার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যস্টনি তৈরী করেছে স্থানীয় প্রশাসন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com