বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

জামালপুরে এপির উপকারভোগীদের মাঝে শাক,সবজির বীজ ও চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে শাক,সবজির চাষ করে পরিবারের পুষ্টি চাহিদা পূরণসহ বাড়তি আয়ের লক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে কর্মএলাকার লক্ষভূক্ত উপকারভোগীদের মাঝে শাক, সবজির বীজ ও চারা বিতরণ করা হয়।সোমবার জামালপুর সদর উপজেলার লক্ষিরচর, শরিফপুর ও জামালপুর পৌরসভার ১৬০ জন উপকারভোগীর মাঝে চারা ও বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে বেগুন ও মরিচের চারা, পাটশাক, পুঁই শাক, ডাটা, বরবটি, করলা, কলমী ও লাল শাকের বীজ দেয়া হয়বিতরণকালে চাষ পদ্ধতি ও যতেœর ব্যপারে ওরিয়েন্টেশন দেয়া হয়।উন্নয়ন সংঘের এপির সিডিও সাব্বির হোসেন রিয়াদ, সমীর কুমার পান্ডে ও আফরোজা বেগম বিতরণ কাজ পরিচালনা করেন। এ কাজে সহায়তা করেন স্ব স্ব এলাকার সিএফ এবং গ্রাম উন্নয়ন কমিটির সদস্যগণ। উল্লেখ হংকং সরকারের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগ্রাম বাস্তবায়ন করছে। দীর্ঘমেয়াদী ও বহুমাত্রিক এপির মূল ফোকাস হচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশকে তরান্বিত করা। শিশুদের মৌলিক চাহিদা পূরণের জন্যে খানার স্থায়ী আয়ের উৎসে সহযোগিতা, মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, ওয়াস, শিশু সুরক্ষা এবং অংশগ্রহণ কার্যক্রমের মাধ্যমে সমাজের অবস্থা উন্নতির লক্ষ্যে জামালপুরে এরিয়া প্রোগ্রাম (এপি) ১০ বছর মেয়াদী কর্মসূচি বাস্তবায়ন করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com