গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জলবায়ু বান্ধব বৃক্ষরোপণকারী ৯০ জন গ্রাহককে প্রণোদনা দেওয়া হয়েছে। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এ প্রণোদনার আওতায় গ্রাহকদের নগদ টাকা বিতরণ করা হয়। বুধবার (২৯ মার্চ) সকালে ফাউন্ডেশনটির নলডাঙ্গা ইউনিট অফিস কক্ষে এ অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ঢাকা অফিসের এজিএম গোলাম কিবরিয়া। রংপুর অঞ্চলের জেটএম সাগর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুর গফুর মিয়া, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, ফাউন্ডেশনটির গাইবান্ধা ডিএসএম মন্টু মিয়া, নলডাঙ্গা ডিসিএফ ফিরোজ্জামান প্রমুখ। আলোচনা শেষে নলডাঙ্গা অফিস কার্যালয় ও ইদিলপুরের কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের ৯০ জন গ্রহককে ২ লাখ ৭৬ হাজার ৭৬০ টাকা প্রদান করা হয়। এসময় এজিএম গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর কর্ণধার ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের ঐক্যান্তিক প্রচেষ্টায় জলবায়ু বান্ধব বৃক্ষরোপণ প্রকল্প দেশব্যাপী বাস্তবায়ন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে জলবায়ু বান্ধব কৃষি, সুপেয় পানি ও সাশ্রয়ী চুলা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।