শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

কালীগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলা আ’লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে কালীগঞ্জ উপজেলা আ’লীগ কার্যালয়ে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সাভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম.আবু বকর চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ, পরিমল চন্দ্র ঘোষ, পৌর মেয়র এস.এম. রবিন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শরমিলা রোজারিও, নাগরী ইউপি চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা প্রমুখ। প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি বলেন- আমরা অবাক হলাম যে একটা শিশুর হাতে ১০ টাকা তুলে দিয়ে তার নামের বরাত দিয়ে মিথ্যা কথা প্রচার করা হয়েছে। এখানে শিশুর অধিকার ক্ষুন্ন করা হয়েছে এবং শিশুকে অনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে! শিশু অধিকারের বিষয়ে বিবৃতি দাতারা একটি কথাও বলে নাই, এই বিবৃতি দাতাদের বিবেক বলে কি কিছু নেই! বরং যে শিশু ছাত্রকে দিনমজুর হিসেবে উল্লেখ করা হয়েছে। শিশুর প্রতি যে অন্যায় করেছে তার পক্ষে এরা কিভাবে বিবৃতি দিতে পারে! আর অন্যায় করার পর গ্রেফতার করলেই অন্যায়কারীরা এদের চোখে হিরো হয়ে যায়। যারা একটি শিশুর প্রতি একটু এদিক থেকে সেদিক হলেই তোলপাড় শুরু করে দেন,তারা এখন কোথায় সাধারণ জনগন জানতে চায়, এ দেশের সচেতন জনগন জানতে চায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com