প্রতিবছরের ন্যায় এবারও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপহার হিসাবে ইফতার সামগ্রী বিতরণ করেছে দাতব্য সংস্থা মৌলা ফাউন্ডেশন ইউকে-বিডি। ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী (ইউকেবিসিসিআই) ও মৌলভীবাজার জেলা জনসেবা সংস্থা-মিডল্যান্ড ইউকে’র প্রেসিডেন্ট, রাজনগর ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপ ইউকে, এমবিএম বিজনেস গ্রুপ বিডি ও মৌলা ফাউন্ডেশন ইউকে-বিডি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ড. এমজি মৌলা মিয়ার নিজ বাড়ী রাজনগর উপজেলার পাাঁচগাঁও ইউনিয়নস্থিত বাহাদুরগঞ্জ গ্রামের শান্তি নিকেতনে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকভাবে ৩০ মার্চ শুক্রবার বিকেলে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাহাদুরগঞ্জ ও আশপাশ গ্রামের দরিদ্র ও আয়-রোজগারহীন লোকজনের মধ্যে উপহার হিসাবে এ ইফতার সামগ্রী বিতরণ করেন বর্তমানে বাংলাদেশে অবস্থানরত স্বয়ং ড. এমজি মৌলা মিয়া। তাকে সহযোগীতা করেন এমবিএম বিজনেস গ্রুপ বিডি’র জিএম মুজিবুর রহমান, বাহাদুরগঞ্জ জামে মসজিদের ইমাম ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন স্বেচ্ছাসেবী ব্যক্তি। উল্লেখ্য-মৌলা ফাউন্ডেশন ইউকে-বিডি প্রতিষ্ঠালগ্ন থেকেই দরিদ্র ও অসহায় লোকজনকে বিভিন্ন সহায়তা, অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীকে শিক্ষাসহায়তা, দূর্যোগ-মহামারীসহ বিভিন্ন দুঃসময়ে মানবিক সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে।