ফরিদপুরের নগরকান্দায় রিয়া রাথিন গ্রুপের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামবাসীদের জন্য এই ইফতারের আয়োজন করেন রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান। শশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতারের আয়োজন করা হয়। শত শত রোজাদার ইফতারে শরীক হোন। কাজী আব্দুস সোবহান বলেন আল্লাহুকে সন্তুষ্টির জন্যই এই ইফতারের আয়োজন, তাছাড়া আমার পিতা মাতার রুহের মাগফেরাত কামনা এবং এই গ্রামবাসীর হক রয়েছে এই ইফতারের প্রতি, তাই এই আয়োজন করেছি। মানুষের কল্যাণে এরকম ভালো কাজ আমি করে যাবো ইনশাআল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন শশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা সদর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটু, উপজেলা মৎস্যজীবি লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তালুকদার, যুবলীগ নেতা শেখ জাহিদ, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীর, ইউপি সদস্য কাইয়ুম কাজীসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী জাফর আহম্মদ।