কিশোরগঞ্জের হোসেনপুরে নগদ অর্থ ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সিদলা ইউনিয়নের মোমেনা খাতুন শান্তি(৫০) বাদী হয়ে হোসেনপুর থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়,মোমেনা খাতুন শান্তির স্বামী মো. জহিরুল ইসলাম রতন মিয়া একজন মানবাধিকার কর্মী। গত ১৬ মার্চ তারিখে সাহেবেরচর গ্রামের আশরাফুল ইসলাম, জালাল মিয়া, স্বপন মিয়া, নাজিম উদ্দিন, রিপন গংরা মিলে রতন মিয়াকে তার বাড়ির সামনে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার ঘর হতে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র সহ নগদ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ কাজে বাধাঁ প্রদান করলে তাকে আবারও মারপিট করে গুরুত্বর আহত করা হয় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় তাকে হোসেনপুর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ব্যাপারে মোমেনা খাতুন শান্তির স্বামীর উপরে হামলা ও বাড়ী ঘরে লুটপাটের সুবিচারের দাবিতে গত ১৭ তারিখে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করেন। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু জানান,তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত ঘটনার তদন্তের জন্য এস আই মোঃ শরিফুল ইসলাম কে দায়িত্ব দেওয়া হয়েছে।