বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

জঙ্গী ও সন্ত্রাস বিরোধী কর্মকান্ডগুলো তুলে ধরতে ইমাম ও খতিবদের নির্দেশনা দিলেন-ওসি আতিকুর রহমান

দেলোয়ার হোসেন রশিদী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

কোন ধরণের গুজব ছড়িয়ে মসজিদে বক্তব্যে না দিয়ে ইমাম-মুয়াজ্জিনদের জঙ্গী ও সন্ত্রাস বিরোধী কর্মকান্ডগুলো তুলে ধরার জন্য বলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান। ৩১ মার্চ লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদার দিঘীর পাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পুর্বে তিনি এসব কথাগুলো তুলে ধরেন। তিনি আরো বলেন, দেশ এখন অনেক উন্নত। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বর্তমান সরকারের অবদান। বাংলাদেশ সরকার দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ইফতার সামগ্রীসহ মানুষের স্বাচ্ছন্দে জীবন যাপনের কথা বিবেচনা রেখে পর্যাপ্ত পরিমান দ্রব্য সামগ্রী মজুদ করা আছে। দেশে চাহিদার তুলনায় মুজুদ ও যোগান পর্যাপ্ত রয়েছে এবং দেশে কোন খাদ্যপণ্য সংকট নেই। কোন ব্যবসায়ী খাদ্যপণ্য সংকটের অজুহাত দিয়ে যাতে ক্রেতা সাধারণকে হয়রানী করতে না পারে, সরকার ঘোষিত পণ্যমূল্যের অতিরিক্ত মূল্য নিতে না পারে, ওজনে কম দিতে না পারে, অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য সামগ্রী বিক্রয় করা এসব বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। আপনাদের সবাইকে জনসচেতনতা সৃষ্ঠি করতে হবে। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মসজিদের ইমাম সাহেব ও মুয়াজ্জিনকে উল্লেখিত বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য নামাজের আগে বা পরে মুসল্লিদের বয়ান প্রদান করতে হবে। এছাড়া কেউ অতিরিক্ত মূল্য নিলে, অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য বিক্রয় করলে প্রশাসনকে জানানোর জন্য মুসল্লিদের অনুরোধ জানানো হয়। সকল জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের পবিত্র রমজান উপলক্ষে গরিব এবং সুবিধা বঞ্চিত জনসাধারণকে ত্রান সামগ্রী প্রদানের জন্য আহবান জানান তিনি। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ কেউ যাতে ধর্মীয় বিষয়ে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকাসহ জঙ্গীবাদ, অসামাজিক ও অপরাধমূলক কর্মকান্ড বিরোধী বয়ান দেয়ার জন্য ইমাম-মুয়াজ্জিনদের কে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com