কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার টোলপ্লাজা সংলগ্ন রাঙ্গা বউ কমিউনিটি সেন্টারের অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক শাহজাহান খন্দকারের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট সালমা হাই টুনি। অনুষ্ঠানটি? সঞ্চালনা করেন উপজেলা যুগ্ন আহ্বায়ক বিল্লাল মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদ সদস্য বিএস পলাশ মেরুন্নেসা (উত্তরা) কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, জি এস সুমন সরকার ও সাধারণ সম্পাদক লিটন সরকার। উদ্বোধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ফখরুল আলম সরকার যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সহ উপজেলার পনেরটি ইউনিটের প্রতিনিধি ও নেতাকর্মীরা।