বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

ফরিদগঞ্জে বিলুপ্তির পথে গিগজ ধানের হাতে ভাজা মুড়ি, দরকার সরকারি সহযোগিতা

এমরান হোসেন লিটন (ফরিদগঞ্জ) চাঁদপুর :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

রমজান মাসে মুড়ি ছাড়া বাঙালির ইফতার কল্পনাও করা যায় না। ইফতারে অন্য আইটেমের কমতি থাকলেও মুড়ি থাকাই চাই। কিন্তু আধুনিক যান্ত্রিক ব্যবস্থায় মানুষের জীবনমানের অগ্রগতির পথে আজ প্রাচীন ঐতিহ্যের অনেক কিছু বিলুপ্ত হওয়ার পথে। এই হারানো ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম হল হাতে ভাজা গিগজ ধানের দেশি মুড়ি। গত কয়েক বছর পূর্বেও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনিয়া, পূর্ব আলুমিয়া, রুপসা, সুবিদপুর ইউনিয়ন ও গুপটি ইউনিয়নের কয়েকটি গ্রাম মুড়ির গ্রাম হিসেবে খ্যাত ছিল। রমজান মাস পড়লেই ঐ গ্রামের প্রায় সব বাড়িতেই মুড়ি ভাজার ধুম লেগে থাকতো। গিগজ ধানের মুড়ি যার খ্যাতি ছিল সর্বত্র। কিন্তু সময়ের প্রেক্ষাপটে যান্ত্রিকতার ছোঁয়ায় হাতে ভাজা মুড়ির বাজার দখল হয়ে গেছে। উপজেলার ১১ নং চর-দুঃখিয়া ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের ছৈয়াল বাড়ির পলাশ দাস সংবাদ কর্মীদের কথা শুনে সংবাদ কর্মীদের উপর রাগ হয়ে যান। এবং অভাব-অনটনের কথা বলে তিনি জনপ্রতিনিধিদের উপর বিভিন্ন রকম ক্ষোভ প্রকাশ করেন। কারণ হিসেবে জানতে চাইলে তিনি বলেল, মুড়ি শিল্প বর্তমানে বিলুপ্তির পথে, এ এলাকায় শত শত মুড়ি ভাজার লোক ছিল। কিন্তু জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনরকম সহযোগিতা এবং সরকারের পক্ষ থেকে কোনরকম দান অনুদান না পাওয়ার কারণে ঐতিহ্যবাহী এই গিগজ ধানের মুড়ি হারিয়ে যাওয়ার পথে। খোকন নামের একজন বলেন, এক সময় আলোনিয়া গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতেই মুড়ি ভাজা হতো। এবং এই গ্রামের মুড়ি দিয়ে আশপাশের উপজেলা গুলোতে মুড়ির চাহিদা পূরণ করা হতো। তিনি আরো বলেন, এখানে কয়েকটি পরিবার এখনও ঐতিহ্যবাহী গিগজ ধানের হাতে ভাজা মুড়ি এখনও ভাজে। আর তা ধরে রাখার কারণ হলো বাপ-দাদাদের ঐতিহ্যকে ধরে রাখা। এবং অন্য কোন কাজ পারে না বিধায় সংসার চালানোর দায়ে এই কাজ এখনো ধরে রেখেছে। বিনয় কৃষ্ণ দাস নামের একজন বলেন, ঐতিহ্যবাহী হাতে ভাজা এই গিগজ ধানের মুড়ি অত্যন্ত সুস্বাদু। বর্তমান বাজারে সচরাচর যে মুড়ি গুলো পাওয়া যায় সেগুলো কেমিক্যাল এবং যান্ত্রিক ভাবে তৈরি। কিন্তু আমাদের হাতে ভাজা গিগজ ধানের মুড়িতে শুধু আমরা লবণ ব্যবহার করি। এতে করে শারীরিকভাবে কোন সমস্যা নেই। শীতল নামের একজন জানান, চাঁদপুর জেলায় বেশির ভাগ মুড়ির চাহিদা ফরিদগঞ্জের আলোণিয়া থেকে মেটানো হতো। অনেক কষ্টে মুড়ি ভেজে হাটে নিয়ে মুড়ি বিক্রি করতাম। তখন প্রচুর চাহিদাও ছিল। কিন্তু এখন ধানের দাম, চালের দাম, লাকড়ির দাম দুই-তিন গুণ বেড়ে যাওয়ায় এই মুড়ি শিল্প থেকে অনেকে সরে গেছে। জনপ্রতিনিধি ও সরকারের পক্ষ থেকে আমরা কোনরকম সহযোগিতা পাই না বলে এখন এই শিল্প বিলুপ্তর পথে। মুড়ি ভাজা ছেড়ে দেওয়া মদন চন্দ্র দাস বলেন, ‘এক মণ চালের মুড়ি তৈরি করতে ২-৩ দিন সময় ব্যয় হয়। বর্তমানে ধানের দাম বৃদ্ধি, পোড়ানোর কাজে ব্যবহৃত খড়ি ছাড়াও আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রতি কেজি মুড়ি উৎপাদনে গড়ে খরচ হয় প্রায় ১০০ টাকা। হাতে তৈরি মুড়ি কেমিক্যাল মুক্ত, খেতে সুস্বাদু হয়। এছাড়া ৩০/৪০ দিন ঘরে রাখলেও এর স্বাদের কোন পরিবর্তন হয় না। ‘ মুড়ি শিল্পের কারিগরদের দাবি সরকারের একটু সহায়তা পেলে এই শিল্প বাচাঁনো সম্ভব। মুড়ি শিল্পের সাথে জড়িত একজন মহিলা শ্রমিক শিবালী রানী দাস অত্যন্ত ক্ষোভের সহিত বলেন, আমাদের এই দুর্দশা তুলে ধরার জন্য ইতিপূর্বে অনেক টেলিভিশন সাংবাদিক পত্রিকার সাংবাদিক এসেছেন। কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের উপর খুব বেশি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা শুধু নির্বাচন ঘনিয়ে আসলেই আমাদের পায়ে হাত দিতে আসে। কিন্তু পরে আর তাদের দেখি না। আমরা স্থানীয় প্রশাসন এবং সরকারের পক্ষ হতে সহযোগিতার আশা করছি। এই প্রসঙ্গে ফরিদগঞ্জ প্রেসক্লারের সভাপতি কামরুজ্জামান বলেন, হাতে ভাজা মুড়ি আমাদের একটি হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য। এটা এক ধরনের শিল্প, কিন্তু আমাদের এই পুরনো ঐতিহ্য আর শিল্পটি এখন প্রায় বিলুপ্তির পথে। তিনি আরো বলেন, হাতে ভাজা মুড়ির সঙ্গে বর্তমানে কারখানার তৈরি বিভিন্ন কোম্পানির কেমিক্যাল যুক্ত প্যাকেট মুড়ির তুলনা চলে না। সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যাবে হাতে ভাজা মুড়ি অতুলনীয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com