শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

নাটোরে যুবলীগের প্রতিবাদ সমাবেশ

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

নাটোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের লক্ষ্য করে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর গুলিবর্ষনের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ। আজ রবিবার বিকেলে নাটোর প্রেসক্লাব চত্বরে তারা এই কর্মসুচি পালন করে। জেলা যুবলীগের যগ্ম আহবায়ক হাসিবুল হাসান বুলেটের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, চিত্তরঞ্জন সাহা,অ্যাডভোকেট মালেক শেখ, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক (০২) স্বপন কুমার রায়সহ যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে শনিবার নাটোরে পৌর আওয়ামী লীগের ডাকে শান্তি সমাবেশের ওপর বিএনপি’র ক্যাডাররা অতর্কিতে হামলা চালিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে বিশৃংখলার সৃষ্টি করার চেষ্টা করেছে। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব ও পৌর যুবলীগের আহবায়ক সায়েম হোসেন উজ্বলসহ তাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর গুলি বর্ষণ করে শান্তিপূর্ণ সমাবেশ পন্ড করার চেষ্টা করেছে। তারা সারা দেশে বিভিন্ন কর্মসুচির নামে বিশৃংখলার সৃষ্টি করছে। নাটোরে আর কোথাও বিএনপিকে কোন কর্মসুচি করতে দেওয়া হবে না। তাদের শান্তি সমাবেশে যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার ও অবৈধ অস্ত্র ্উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান বক্তারা। উল্লেখ্য নাটোরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ১০ দফা দাবীতে বিএনপি’র অবস্থান কর্মসুচিতে সরকার দলীয় কর্মীদের হামালার ঘটনার অভিযোগ করে এিনপি। দলীয় সুত্র জানায় অবস্থান ধর্মঘট চলাকালে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলূর বক্তব্য চলাকালে সরকার দলীয় কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোঁড়া ও মারপিটের ঘটনা ঘটে। এ সময় এক যুবদল নেতা ও ২ যুবলীগ নেতাসহ কয়েকজন আহত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com