শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

সরকারের ব্যর্থতায় জনজীবন বিপর্যস্ত -এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ক্ষমতাসীনরা জনগণের সকল অধিকারের স্বাধীনতা হরণ করেছে। এখন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় ‘যেমন খুশী তেমন সাজো’র স্বাধীনতাও হরণ করে নিয়েছে।
তিনি বলেন, মহান সস্বাধীনতা দিবসে নড়াইলে এক অনুষ্ঠানে একজন স্কুল ছাত্রী ‘যেমন খুশী তেমন সাজো’ ইভেন্টে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবয়ব ধারণ করে অংশ নেয়ায় প্রশাসন থেকে কারণ দর্শানোর কথা উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে চরম ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। শনিবার বিকেলে চলমান আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ময়মনসিংহে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাসের মূল্য বৃদ্ধি, সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির উদ্যোগে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে দলীয় কার্যালয় সংলগ্ন সড়কে দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালিত হয়। ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সসঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বক্তব্য রাখেন। অবস্থান কর্মসূচিতে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সরকারের দুর্নীতি ও ব্যর্থতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। রমজান মাসে মানুষ নিদারুন কষ্টে মানবেতর জীবনযাপন করলেও মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করে জনগণের সাথে মশকরা করছে। সরকার গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা হরণ করে এমন কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে, যেখানে মানুষ নিজের দুঃখ-কষ্টের কথা প্রকাশ করতে পারছে না, প্রতিবাদ করলে, সত্য কথা লিখলে গায়েবী মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মী ও সাংবাদিকদের গ্রেপ্তার হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে তিনি অহেতুক বিএনপির বিরুদ্ধে মিথ্যা সমালোচনা না করে আয়নয় নিজেদের চেহারা দেখা উচিৎ। তিনি বলেন, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী দুঃশাসন-দুজনে দুজনার। মুদ্রার এপিঠ-ওপিঠ। সরকারের নিষ্ঠুর দমন নিপীড়নের বিরুদ্ধে সারা বিশ্ব ধিক্কার জানাচ্ছে। এবার তাদের বিদায় নিতেই হবে। তিনি বলেন, দেশে দুর্নীতির সুনামী শুরু হয়েছে। দুর্নীতি, লুটপাট, অর্থপাচার করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচির প্রাক্কালে জামালপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানীর তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন, জনগণের দাবিতে অবস্থানের মতো শান্তিপূর্ণ আন্দোলনকে যে সরকার সহ্য করতে পারে না, তারা কিভাবে আশা করে, তাদের অধীনে নির্বাচনে রাজনৈতিক দলসমূহ অংশ নেবে? তিনি বলেন, যতই নাটক, অপকৌশল করা হোক না কেনো আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। তিনি গ্রেপ্তারকৃত নেতাকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। আবস্থান কর্মসূচি সফল করার লক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com