বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৭তম সভা অনুষ্ঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে -আমান শ্রীমঙ্গলে নারী চা শ্রমিক-কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে সংলাপ কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম : আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের স্মরণসভা দেশবিরোধী চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে-রেজাউল করিম বাদশা দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন কয়রায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুর্গাপুরে শেষ হলো দুইদিন ব্যাপি কৃষিবিষয়ক প্রশিক্ষণ

নাজিরপুরে গরীব কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আকরাম আলী ডাকুয়া নাজিরপুর :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলে ২রা এপ্রিল সকাল ১০টায় গরীব ও প্রন্তীক চাষীদের আউশ ধান উৎপাদনে উদ্ভুদ্ধকরণের লক্ষ্যে বিনামূল্যে ২৫০ জন কৃষক-কৃষাণীদের হাতে আউশ ধানের বীজ তুলে দেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড: শ.ম. রেজউল করিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাস, উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, নাজিরপুর থানা, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, গৌতম রায় চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, এ সময় আরো উপস্থিত ছিলেন উপকারভোগী ৬ইউনিয়নের চেয়ারম্যান। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সরকার কৃষি বান্ধব সরকার, তাই আজ দেশ থেকে যে সকল ফসল বিলুপ্তির পথে, সেই সকল ফসলকে পুনরুজ্জীবিত করে দেশের প্রান্তিক চাষীদের সহায়তা করে দেশকে খাদ্য-শস্যে স্ব-নির্ভর করে তোলাই আমাদের লক্ষ্য। উপজেলা কৃষি কর্মকর্তা সংবাদকর্মীদের জানান, উপজেলায় ৯টি ইউনিয়নের ৩টি ইউনিয়ন প্রত্যন্ত বিলাঞ্চল হওয়ায় ৬টি ইউনিয়নে প্রায় ২৪০হেক্টর জমি আউশ মৌসুমে অনাবাদী থেকে যায়, যা আগামি আউশ চাষের আওতায় আনার লক্ষ্যে এ কর্মসূচী গ্রহন করা হয়েছে। ১৮০০ জন কৃষকদের এ কর্মসূচীর আওতায় নেওয়া হয়েছে, আগামি আউশ ফসলে অনুমান ৮৪১.৭ মেট্রিকটন আউশ ধান উৎপাদনের সম্ভাবনা আছে। উপস্থিত প্রান্তিক চাষীদের সূত্রমতে জানা যায় এ উপজেলায় এক সময় আউশ ধানের ব্যপক চাষ ছিল। বিগত ১৫ বছরেরও অধিক সময় ধরে আধুনিক কৃষি প্রযুক্তির অভাবে ও লবণ পানির প্রভাবে আউশ ধানের চাষ বন্ধ রয়েছে, যা এখন বিলুপ্তির পথে। আমরা আশাকরি সরকার আমাদের এ বিষয়ে যথাযথ সহায়তা প্রদান করবেন বলে আউশ চাষীদের পুনরুজ্জীবিত করার কর্মসূচী হাতে নিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com