শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

ধনবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পে কৃষি কাজে বদলে গেছে জীবনযাত্রা

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেয়ে বদলে গেছে ধনবাড়ী উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনযাত্রার মান। যেখানে জমি কেনা দুঃস্বপ্ন ছিল, সেখানে বিনামূল্যে ২ শতাংশ জমিসহ বসত বাড়ি পেয়েছেন ভূমিহীনরা। ফলে তারা নিজেদের বাড়ির সামনেই করেছেন পুষ্টি বাগান, আবার অনেকেই করছেন হাস-মুরগি ও গবাদী পশু পালন। স্বস্তিকর জীবন পেয়ে দারুণ খুশি এক সময়ের ছিন্নমূল এসব মানুষরা। সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, মাত্র আট মাস আগে ধনবাড়ী উপজেলার মমিন পুর আশ্রয়ণ কেন্দ্রে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে ওঠেন ১০ পরিবার। কৃষি বিভাগের পরামর্শে বাড়ির সামনের পতিত জমিতে সবজি চাষ শুরু করেন তারা। এক পর্যায়ে প্রতিটি ঘরের সামনে পুষ্টি পারিবারিক বাগান স্থাপন করা হয়। এছাড়াও বাগান করতে তাদেরকে দেওয়া হয় বিনামূল্যে সবজি বীজ ও সারসহ কৃষি উপকরণ। উৎপাদিত বিষমুক্ত সবজি চাষ করে নিজের চাহিদা মিটিয়ে আবার অনেকেই তা বাজারে বিক্রি করছেন। এছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে অনুদানের টাকা দিয়ে অনেকেই করছেন হাস-মুরগি ও গরু-ছাগল পালন। অল্প সময়ে ভাগ্যের পরিবর্তন হওয়ায় দারুন খুশি সুবিধাভোগীরা। সুবিধাভোগী হাজেরা খাতুন বলেন, ‘নিজের বাড়ি-জমি না থাকায় পরিবার নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতে হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাড়ি দিয়েছেন। বিনামূল্যে বাড়ির সঙ্গে বিদ্যুৎ,, সুপেয় পানি, রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। বাড়ির সামনে কৃষি বিভাগের লোক সবজি বাগান তৈরী করতে সাহায্য করায় নিজেরা সবজি উৎপাদন করছি। বিষমুক্ত সবজি নিজেরা খাচ্ছি আবার বাজারে বিক্রি করছি। এখন অনেক সুখেই আছি।’ হামেদ আলী নামের আরেক সুবিধাভোগী বলেন, ‘জমি কেনা যেখানে দুঃস্বপ্ন ছিল, সেখানে বিনামূল্যে ২ শতাংশ জমিসহ বসত বাড়ি পেয়েছি।বাড়ির সামনেই ফুল, ফলের বাগান ও সবজির চাষ করছি। কখনও ভাবতে পারিনি নিজের একটা বাড়ি হবে। এখন আমাদের কষ্ট নেই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’ ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, ‘আশ্রয়ণ এলাকার ছিন্নমূল মানুষের পুষ্টি চাহিদা মেটাতে অনাবাদি জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারবিারিক পুষ্টি বাগান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পুষ্টি বাগান প্রকল্পের আওতায় মমিনপুর ১০টি পারিবারকে বাগান তৈরী করে দেওয়া হয়েছে। আশানুরূপ সবজির ফলন হয়েছে। নিজেরা খেয়ে বাজারেও বিক্রি করছেন তারা। আমাদের সহকর্মীরা সব সময় ছিন্নমূল মানুষের সবজি উৎপাদনে পরামর্শসহ সহায়তা করে আসছেন।’ ধনবাড়ী উজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইন বলেন, ‘ধনবাড়ী উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ভূমিহীনদের বাড়ি হস্থান্তর করা হয়েছে। এছাড়া আরও বাড়ি নির্মাণাধীন রয়েছে। প্রধানমন্ত্রীর উপহার বাড়ি পাওয়া সুবিধাভোগীরা যাতে আত্মনির্ভশীল হতে পারেন তার জন্য প্রশিক্ষাণসহ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। সেটি বাস্তবায়ন হলে সমাজের সব শ্রেণির মানুষের মুখে হাসি থাকবে। সমাজের ছিন্নমূল মানুষসহ সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com