বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

চিতলমারীতে বৃদ্ধার জায়গা দখলের অভিযোগ

একরামুল হক মুন্সী (চিতলমারী) বাগেরহাট :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

বাগেরহাটের চিতলমারীতে মালতী রানী বাইন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার ফসলী জমি জোরপূর্বক দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বৃদ্ধা চিতলমারী উপজেলার মাছুয়ারকুল গ্রামের মৃত মধুসুদন বাইনের মেয়ে। দখলদারদের হুমকির মুখে ওই বৃদ্ধা ও তার পরিবারের লোকজন চরম আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে মালতী রানী বাইন হতাশা ব্যক্ত করে জানান, বাল্যকালে তার বিয়ে হয়েছিল কিন্তু সে সংসার বেশিদিন টেকেনি। বাবার বাড়িতে তিনি ভাইয়ের সংসারে ৫০ বছর ধরে বসবাস করছেন। ভাইয়ের সংসার দেখা-শুনার পাশাপাশি অসুস্থ ভাই ভাগ্যধরকে সেবা-যতœ করেছেন। মালতীর স্বামী-সন্তান না থাকায় ভাই ভাগ্যধর বাইন বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০১৮ সালের ২৪ অক্টোবর ২ একর ১৬শতক জমি বোনকে দানপত্রের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে দেন। এরপর ২০১৯ সালের ১৪ জুলাই ভাগ্যধর বাইন অসুস্থ অবস্থায় মারা যান। এ পরিস্থিতিতে মালতী বাইনের ভোগ-দখলীয় জমিতে এলাকার প্রভাবশালী খাগড়া বুনিয়া গ্রামের রাসেল শিকদার ওরফে চিলা ও মাছুয়ার কুল গ্রামের মুজাহিদ শেখ ও কলম শেখ দখল নিয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। মালতী বাইনের ভাইপো বানারীপাড়া শেরেবাংলা ডিগ্রী কলেজের সিনিয়র ইংরেজি প্রভাষক ভুবনেশ্বর বাইন জানান, ভাগ্যধর বাইন তার আপন কাকা। জীবদ্দশায় ভাগ্যধর বাইন তার বোন মালতী বাইনের নামে ২একর ১৬শতক জমি (দলিল নং-২০৩৭, চিতলমারী সাব-রেজি: অফিস) দানপত্রের মাধ্যমে লিখে দিয়ে গেছেন। অথচ এখন একটি ভুয়া মৃত্য সনদ তৈরি করে ভাগ্যধর বাইনের ছেলে ভাস্কর বাইন তার লাঠিয়াল বাহিনী নিয়ে মালতী বাইনের চাষকৃত জমি দখল নিয়েছে। ওই জমির কাছে গেলে তাদের প্রাণ নাসের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। এ বিষয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও আটজুড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর সবুর মোল্লা জানান, রাসেল শিকদার ওরফে চিলা এলাকায় জোরপূর্বক লোকের কাছ থেকে টাকা আদায় ও জমি দখলসহ নানা অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে এলাকায় লোকজনের জায়গা-জমি দখলের অনেক অভিযোগ রয়েছে। সে এসব অন্যায়-অত্যাচার করার জন্য বার বার জেলে গিয়ে ছাড়া পেয়ে ফের অপরাধের সাথে যুক্ত হয়। এ ব্যাপারে খাগড়া বুনিয়া গ্রামের আব্দুর রহিম শিকদার জানান, রাসেল শিকদারের বিরুদ্ধে দখলদারিত্বসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সে এলাকার নীরিহ লোকদের টার্গেট করে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে জায়গা-জমি দখল নেন। এছাড়া বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে রাসেল শিকদার ওরফে চিলার সাথে সরেজমিনে ৩১ মার্চ শুক্রবার দুপুরে কথা হলে তিনি কোন প্রশ্নের উত্তর না দিয়ে সাংবাদিকদের উপর তেড়ে আসেন। এসব রিপোর্টের কোন ভয় করেননা বলে হুমকি দেন। বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার জানান, বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com