ঢাকাস্থ সান্তাহার সমিতির উদ্যোগে শুক্রবার বাদ আছর ঢাকা মগবাজার ইস্কাটন প্লাজায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ও বারডেমের যুগ্ম পরিচালক আশফাকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একটি বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থার পরিচালক ফিরোজ মো. নূরুন-নবী যুগলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা সদস্য বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সাবেক মহাপরিচালক, কৃষিবিদ ড. আব্দুল মতিন, সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ড. হাফিজুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক অতিরিক্ত পরিচালক গোলাম মুক্তাদির মুক্তা, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খাঁন, সান্তাহার পৌরসভার মেয়র ও উপদেষ্টা সদস্য তোফাজ্জল হোসেন ভুট্টু, উপদেষ্টা সদস্য ও বাংলাদেশ সরকারের যুগ্নসচিব ড. মনজুরুল ইসলাম শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী সাহিনুল ইসলাম সাহিন। বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, গোলাম ফারুক, সান্তাহার পৌরসভার সাবেক কমিশনার সাইফুল ইসলাম খোকন, এ্যাডভোকেট মাসুদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সান্তাহার সমিতি-ঢাকা মূলত একটি অরাজনৈতিক-স্বেচ্ছাসেবী সংগঠন, সান্তাহারসহ পার্শ্ববর্তী যারা ঢাকায় বসবাস করেন তাঁরা এবং সান্তাহারে শিক্ষা-দীক্ষা গ্রহণ করে যারা স্মৃতি বিজড়িত সান্তাহার বুকে-ধারণ করেন তাঁদেরকে নিয়ে গঠিত এই সংগঠনটির মূল লক্ষ্য নিজেদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে সান্তাহারের নানা মূখী উন্নয়ন ও মানুষের কল্যাণ করা। যেহেতু সান্তাহার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর। এই শহরের অনেক মানুষ দেশে এবং বিদেশে সুনামের সাথে ব্যবসা-বানিজ্য এবং চাকুরী করছে। সে কারণে প্রতিষ্ঠার পর সমিতির কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বক্তারা আরো বলেন, ইতিমধ্যে সান্তাহারে একটি ডায়াবেটিক সেন্টার স্থাপনের কাজ অতি দ্রুত এগিয়ে চলছে। পর্যায়ক্রমে আমরা অন্যান্য উন্নয়নমূলক কাজের পদক্ষেপ গ্রহণ করবো। ছাত্ররা তাদের বক্তব্যে বলেন, আমাদের আবেগ এবং অনুভুতির নাম সান্তাহার। আমাদের সিনিয়ররা একটি প্লাটফর্ম তৈরী করে দিয়েছে আমরা অত্যন্ত গর্বিত। আমরা এই প্লাটফর্ম একদিন দেশেসহ বিদেশেও পরিচিতি ঘটাবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, চাকুরীজিবি, সমিতির নারী সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকলের মঙ্গল কামনা করে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।