রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
দেশের ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা কলমাকান্দায় ফ্রী মেডিকেল ক্যাম্প জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার-৫ চকরিয়ায় স্বামীর হাতে স্ত্রী, সড়ক দুর্ঘটনা, সংঘর্ষ ও মসজিদের বাথ রুমে মুসল্লীর লাশ সহ ৪ খুন : খুনিসহ আটক ৩ মোংলার সুন্দরবন ইউনিয়নে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মী থাকায় সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ ফটিকছড়িতে আকষ্মিক সফরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সদরপুরে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গলাচিপায় তারুণ্যে উৎসবে বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আমাদের মূল সংগ্রাম একনায়কতন্ত্র উৎখাত করা : সাক্ষাৎকারে কেএনডিএফ নেতা

ফুটবলের একটুখানি প্রাপ্তির নাম ‘জামাল ভূঁইয়া’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

জীবনযুদ্ধে হার না মানা এক সৈনিক বলা যায় তাকে, প্রায় নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসা এক যোদ্ধাও বলা যায়। বলা যায়, ভাঙা নৌকায় উত্তাল সাগর পাড়ি দেয়া এক বীর-নাবিক। যিনি খালি হাতে গভীর অরন্যে হেঁটে বেড়ানো এক সাহসী-নির্ভীক চরিত্র।
চার-চারটা গুলি খেয়েও বেঁচে ফেরেছিলেন প্রাণে। সেই প্রাণ তিনি উৎসর্গ করেছেন ফুটবলের তরে, দেশের নামে। উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে, উন্নত আগামীকে দূরে ঠেলে, ঠাঁই নিয়েছেন মাতৃভূমিতে, লক্ষ্য দেশের ফুটবলকে একটু এগিয়ে নিতে। তার পেছনের গল্পটা নিশ্চিতভাবেই যেকোনো পরিচালকের জন্য লুফে নেয়ার মতো দুর্দান্ত এক চিত্রনাট্য! যার প্রতিটি পরতে পরতে হয়ত শিহরণ আর রোমাে র প্রতিধ্বনি নেই, কিন্তু আছে প্রতিটি পদক্ষেপে বাধা পেরোনোর গল্প, যা দর্শকদের পাতে দেয়ার জন্য দুর্দান্ত।
বলছিলাম লাল-সবুজ ফুটবলের এক মহানায়কের কথা। বঙ্গবন্ধু চত্বর থেকে কলকাতা সল্টলেকে ছড়িয়েছে যার বীরত্বগাঁথা। বাংলাদেশ ফুটবলের মধ্যমনি তিনি, পত্রিকার রঙিন শিরোনাম কেড়ে নেন। তিনি জামাল ভূঁইয়া।
জাতীয় দলে তার অভিষেক হয়েছিল ২০১৩ সালে, তবে লাইমলাইটে প্রথম আসেন ২০১৫ সালে। সে বছর আট দল নিয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপে রানারআপ হয়েছিল বাংলাদেশ আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি। এরপর পারফরম্যান্স দিয়ে ধীরে ধীরে দলের অপরিহার্য হয়ে উঠেন। ২০১৮ সালে প্রথমবার দেশের মাটিতে অনুষ্ঠিত সাফ ফুটবলে অধিনায়কত্ব করতে নেমেছিলেন জামাল। যেখানে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ, পরের ম্যাচে হারায় পাকিস্তানকেও! সেই সুবাদে ঝিমিয়ে পড়া ফুটবল হঠাৎ জেগে উঠে। যেই জাগরণ পূর্ণতা পায় ২০১৯ সালের ১৫ অক্টোবর। যেই দিন বিখ্যাত সল্টলেকে গোটা ভারতবাসীকে থমকে দেয় জামালের নেতৃত্বাধীন বাংলাদেশ।
যদিও সেই ম্যাচে জেতা হয়নি, ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। তবে সেই ম্যাচ থেকেই যেন নতুন একটা উদ্যম চলে আসে ফুটবলারদের মনে। ২০২২ বিশ্বকাপের প্লে-অফে লাওসকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বে জায়গা করতে সক্ষম হয়। এইতো কিছুদিন আগেও পুরো ফুটবল পাড়া জুড়ে ছিল হাহাকার। একজন মুনেম মুন্না, সালাউদ্দিন কবে দেখা দিবে আবার? একজন সাকিব আল হাসানের দেখা কি মিলবে না ফুটবলে, গোটা বিশ্ব সুবাসিত হবে সেই ফুলের ঘ্রাণে। রূপকথার এক গল্প লেখকের খুঁজে ছিল সবাই, কবিতা লিখবে যে ফুটবলের ছন্দে। যার হাত ধরে বিপ্লব ঘটে যাবে, ফুটবল বদলে যাবে।
অবশেষে তিনি হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে সুদূর ডেনমার্ক থেকে ছুটে এসেছিলেন বাংলার ফুটবলে। বাংলাদেশের ফুটবলে তার আগমন একটুখানি স্বস্তির পরশ হয়ে। জাতীয় দলের হয়ে ৫ গোল আর ১৫ এসিস্ট হয়তো তার মহাত্ম বুঝাবে না, তবে তার সবচেয়ে বড় অর্জন হলো তিনি একজন দলনেতা। নেতৃত্ব দিয়েই তিনি আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন দলে। তবে জামালের জন্ম এই দেশে নয়, তার জন্ম ও বেড়ে উঠা ডেনমার্কে। ১৯৯০ সালের ১০ এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ঝোঁক ছিল বলে খেলতে শুরু করেন ডেনমার্কের বিভিন্ন পর্যায়ের ক্লাবে। খেলেছিলেন কোপেনহেগেন অনূর্ধ্ব ১৯ দলেও। কিন্তু দেশের মায়া ভুলতে পারেনি ছেলেটা। তাই নিজের তাগিদেই মা-বাবার কথা উপেক্ষা করে ছুটে আসেন বাংলাদেশে, হাল ধরেন দেশের ফুটবলের।
শুধুই পায়ের ফুটবলে কলাকৌশলে নয়, মুখের বুলিতেও তিনি বাংলাদেশের নাম লিখেছেন বিশ্বদরবারে। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা সহ বিশ্বের অনেক জনপ্রিয় লিগেই ধারাভাষ্য দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। যেখানে তিনি সগর্বেই নিজেকে বাংলাদেশী বলে পরিচয় দিয়েছেন। অবশ্য অনেক আগেই থেমে যেতে পারত জামালের ক্যারিয়ার, হয়তো এই পৃথিবীতেই থাকা হতো না। ডেনমার্কে এক পার্টিতে দূর্বৃত্তদের গোলাগুলিতে একবার চার-চারটি গুলি লেগেছিল ছোট্ট জামালের বুকে। কিন্তু কঠিন লড়াই করে ঠিকই জীবন যুদ্ধে জিতেছিলেন, এখন জেতাচ্ছেন বাংলাদেশ ফুটবলকে। গতকাল ১০ এপ্রিল ছিল তার জন্মবার্ষিকী। শুভ জন্মদিন অধিনায়ক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com