এবার পবিত্র মাহে রমজানের মধ্যেই শুরু হচ্ছে বাংলা নতুন বছর। তাই নতুন বছরে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন অডিটিরিয়ামে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভায়- সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হাসান। সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরো সিদ্ধান্ত অনুযায়ী সকালে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বাজার প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হবে। দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পহেলা বৈশাখ উদযাপন প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ আলমগীর ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিব বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খোরশেদ আলম, সোহরাব হোসেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।