মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

গঙ্গাচড়ায় পুকুরের দখল ছেড়ে দিতে চর বাগডহরা যুব সংঘের সদস্যদেরকে ইউপি চেয়ারম্যান আশরাফের হুমকি, ইউএনওর কাছে ও থানায় অভিযোগ

আব্দুল আলীম প্রামানিক (গঙ্গাচড়া) রংপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা মৌজার ১ খতিয়ানভূক্ত ৫ নং সিটের ৫১১৯ দাগের চর বাগডহরা গ্রামের বকস পাড়া বড় দিঘির ২.২০ একর আয়তন বিশিষ্ট পুকুরটি (সরকারি টেরিটরিভূক্ত নয়) দখল ছেড়ে দিতে চর বাগডহরা যুব সংঘের সদস্যদেরকে ইউপি চেয়ারম্যান আশরাফ আলী ভয়ভীতি ও হুমকির দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যুব সংঘের সদস্যরা ইউএনও ও এসিল্যান্ডের কাছে এবং থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। ফলে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা, যে কোন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। অভিযোগ থেকে জানা যায়, নোহালী ইউনিয়নের বাগডহরা মৌজার ১ খতিয়ানভূক্ত ৫ নং সিটের ৫১১৯ দাগের চর বাগডহরা গ্রামের বকস পাড়া বড় দিঘির ২.২০ একর আয়তন বিশিষ্ট পুকুরটি (সরকারি টেরিটরিভূক্ত নয়) যুব সংঘের সদস্যরা প্রায় ১ বছর পূর্বে তৎকালীন ইউএনওর হস্তক্ষেপে অবৈধ দখলদার কবল থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত পুকুরটি সরকারি টেরিটরিভূক্ত না হওয়া পর্যন্ত সামাজিক সংগঠনটির উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য পুকুরটিতে মাছ চাষের জন্য মৌখিক অনুমতি প্রদান করেন তৎকালীন ইউএনও। সে মোতাবেক যুব সংগঠনের সদস্যরা সংস্কারসহ পুকুরটিতে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়ে। এতে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় হয়। গত ৮ এপ্রিল বিকাল ৪ টার দিকে নোহালী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী ব্যক্তি সার্থ হাসিলের জন্য তার ১৫/২০ জন লোক সাথে নিয়ে পুকুর পাড়ে গিয়ে পুকুরে মাছ না করার জন্য সদস্যদের নিষেধ করে। যুব সংঘের সদস্যরা তার কথার অস্বীকৃতি জানালে চেয়ারম্যান সদস্যদের নানা গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি প্রদান করে এবং পরে পুকুরটির দখল ছেড়ে দেওয়াসহ মাছ চাষে বিরত থাকার জন্য এলাকায় মাইকিং করে। যুব সংঘের সদস্য শফিকুল, মোনায়েম, রশিদুল, সাইফুল, আবদুল হান্নানসহ অনেকে জানান, পুকুরটি এলাকার কতিপয় মানুষের দখলে ছিলো। তারা পুকুরটির পাড় নষ্টসহ নিজেদের মাঝে দ্বন্দের সৃষ্টি করছিলো। বিষয়টি তৎকালীন ইউএনও মহোদয়কে আমরা সংগঠনের সদস্যরা অবগত করলে ওনার হস্তক্ষেপে আমরা পুকুরটি উদ্ধার করি। তখন তিনি পুকুরটি সংস্কার করে টেরিটরিভূক্ত না হওয়া পর্যন্ত সামাজিক সংগঠনটির উন্নয়নের জন্য মাছ চাষ করার মৌখিক অনুমতি প্রদান করেন। অনুমতির বিষয়টি এলাকার সবাই জানার কারনে কেউ কোন রকম হস্তক্ষেপ করে নাই। কিন্তু ইউপি চেয়ারম্যান আশরাফ আলী তার কিছু লোকজনের কুপরামর্শে নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য পুকুরটি নিজ দখলে নিতে নিয়ম বহির্ভূতভাবে আমাদেরকে পুকুর ছেড়ে দেওয়ার জন্য নানা রকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এছাড়া মাইকিং করে তার ক্ষমতার প্রভাব দেখাচ্ছে। চেয়ারম্যান ও তার লোকজনের হুমকি, ভয়ভীতির কারনে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন সময় আইনশৃঙ্খলার অবনতি হলে চেয়ারম্যানকে এর দায় দ্বায়িত্ব নিতে হবে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য আমরা ইউএনও ও এসিল্যান্ডের কাছে এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ইউপি চেয়ারম্যান আশরাফ আলী বলেন, আমি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমার ইউনিয়নের কোন লোকজনকে আমি হুমকি দেই নাই। উপজেলা চেয়ারম্যানসহ আরো ৫ জন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে পুকুরটি নিয়ে আলোচনা হয়। তখন আমি সেখানে বলেছি পুকুর পাড়ে যেসব গরিব মানুষ বসবাস করে তারা মাছ চাষ করার সুযোগ না পেয়ে দুরের কিছু লোক নিয়ম বহির্ভুতভাবে মাছ চাষ করছে। মাছ চাষ করলে পুকুর পাড়ে বসবাসরত গরিব মানুষগুলো মাছ চাষ করবে। এ কথাটায় আমি এলাকায় বলেছি। ওরা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, চেয়ারম্যানের বিষয়টি আমি জেনে আইশৃঙ্খলার যাতে কোন ধরনের অবনতি না হয় তা চেয়ারম্যানকে বলেছি এবং ওসিকে জানাইছি। এছাড়া অভিযোগ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com