বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন হাবিবুর রহমান

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

১২ জুন হতে যাচ্ছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন। পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন হাবিবুর রহমান। জানা গেছে, প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে যে যার মতো নানাভাবে চেষ্টা-তদবির চালাচ্ছেন। তবে মনোনয়ন পাওয়ার দৌড়ে সামনে এগিয়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো: হাবিবুর রহমান। যিনি গত দশ বছর ধরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসাবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন দিক বিচার-বিশ্লেষণ করে অনেকে বলছেন, এপিএস হাবিবের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।প্রতিমন্ত্রী শরীফ আহমেদের এপিএস মো: হাবিবুর রহমান নির্বাচনের মাঠে নেমে ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। এর প্রধান কারণ হলো প্রতিমন্ত্রীর এপিএস থাকার সুবাধে তিনি এলাকায় দল-মত নির্বিশেষ ব্যাপক উন্নয়ন কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছেন। তার মাধ্যমে এলাকায় রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির নির্মাণ ও সংস্কারে ব্যাপক কাজ হয়েছে। এছাড়া নানা শ্রেণি-পেশার মানুষের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ানোসহ মানবিক সহায়তা দিয়েছেন। এভাবে সাধারণ মানুষের সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্ক গড়ে ওঠে। এছাড়া ব্যক্তি মানুষ হিসেবেও এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে।এজন্য তিনি প্রার্থী হলে বিপুল ভোটে জিতে আসার সম্ভাবনাও বেশি। তিনি বলেন,ছাত্র জীবন থেকে ফুলপুর-তারাকান্দা উপজেলার ৫ বারের সংসদ সদস্য ও একবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান, ও সাবেক সভাপতি,পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক এম. শামসুল হক মহোদয়ের সান্নিধ্যে থেকে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয়া অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক কর্মকা-ে সক্রিয়তা শুরু করেন তিনি রাজনীতি পড়াশোনা দুটোতেই কৃতিত্বের স্বাক্ষর রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি,রয়্যাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এম. এ পাশ করে কর্মজীবন শুরু করেন শিক্ষা প্রতিষ্ঠানে। পরবর্তীতে মহান নেতা এম.শামছুল হক মহোদয়ের নির্দেশনায় সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনমানুষের সাথে সংশ্লিষ্টতায় দায়িত্ব পালন করেছেন-তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি (সাবেক),সাবেক আহ্বায়ক পূর্বধলা ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ করেছে। সাবেক সদস্য ফুলপুর উপজেলা ছাত্রলীগ সদস্য, ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগসহ তারাকান্দা উপজেলায় অবস্থিত বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিদ্যমান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দলীয় মনোনয়ন পেলে বিজয়ী হয়ে তারাকান্দাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com